আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল।আজ শনিবার এ সংক্রান্ত চিঠি ইউনেস্কোর কাছে হস্তান্তর করেছে তেলআবিব।সংস্থাটি ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে এমন অভিযোগ তুলে অক্টোবরে ইউনেস্কো ছাড়ার ঘোষণা দেয় ইসরাইল।এ ব্যাপারে অনলাইন ডয়েচে ভ্যালি প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ইউনেস্কো ছাড়ার আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে ইসরাইল। অক্টোবরেই তারা বলেছে, যুক্তরাষ্ট্র জাতিসংঘকে ইসরাইল বিরোধী বলে অভিযুক্ত করার পর প্যারিসভিত্তিক ইউনেস্কো ছাড়বে তারাও। আজ শনিবার এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন ইউনেস্কোর প্রধান অড্রে আজুলে।তিনি ইসরাইলের এমন নোটিফিকেশনের নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের মতো ইউনেস্কো থেকে ইসরাইলের প্রত্যাহ্যার বা সদস্যপদ ফিরিয়ে নেয়া কার্যকর হবে আগামী বছর ৩১ শে ডিসেম্বর।