আন্তর্জাতিক ডেস্কঃ নতুন বছরের শুরুতে একসঙ্গে ৩১টি স্যাটেলাইট লঞ্চ করবে ইসরো।আজ শনিবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, আগামী ১০ জানুয়ারি পোলার রকেটের মাধ্যমে একই অভিযানে মোট ৩১টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে।এই অভিযানেই প্রথমবার ব্যবহার করা হবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকল। গত অগাস্টে যা ব্যবহার করে গিয়ে ব্যর্থতার সম্মুখীন হয় ইসরো। এই অভিযানে নজরদারি চালানোর জন্য ভারতের কার্টোস্যাট-২ সিরিজের স্যাটেলাইট পাঠানো হবে। এই মিশনের বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনার জন্য শীঘ্রই বৈঠকে বসছে ইসরোর ‘লঞ্চ অথরাইজেশন বোর্ড’। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হবে এই রকেট। ভিনদেশের ২৮টি ন্যানো স্যাটেলাইট থাকছে এই মিশনে।এর মধ্যে রয়েছে ফিনল্যান্ড-আমেরিকার মত দেশের স্যাটেলাইট। এছাড়া থাকবে ভারতের একটি মাইক্রো ও একটি ন্যানো স্যাটেলাইট এবং কার্টোস্যাট স্যাটেলাইট।এই কার্টোস্যাট স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি চালিয়েই ভারত পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল।