আন্তর্জাতিক ডেস্কঃ নববর্ষের আগেই বন্দুকধারীদের হামলায় রক্তাক্ত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া।এখনও অবধি দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।বেশ কয়েকজন আহত হয়েছেন।এ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া লং বিচে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় আজ শনিবার সকালে কিছু পরে সেখানেই একটি অফিসে ঢুকে আচমকাই এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে বন্দুকধারীরা। তবে, নিরাপত্তা রক্ষীদের গুলিতে এক হামলাকারীরও মৃত্যু হয়েছে। সূত্র আরো জানায়, বহুতল ওই বিল্ডিংটি ঘেরাও করে নিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে সোয়াট টিমের সদস্যরাও।এদিকে এ হামলার পিছনে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন জড়িত রয়েছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে বন্দুকধারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।