আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ভারতের রাজধানী নয়া দিল্লীতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রেলওয়ের কর্মকর্তারা আজ শুক্রবার এ কথা জানায়।ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এই দুর্ঘটনার ফলে এই অঞ্চলের ট্রেন যোগাযোগ ব্যবস্থা চার ঘন্টা বন্ধ থাকে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রাত ১১ টায় নয়াদিল্লী স্টেশন ত্যাগের সময়নয়াদিল্লী-মানধুয়াদি এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় এই অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমরা রাত ৩টার মধ্যে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করতে পেরেছি। যাত্রীবাহী ট্রেনটি রাজধানী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় এলাকা বারানাসি যাচ্ছিল। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে তিনি জানান। বিশ্বের অন্যতম বৃহত্তর ট্রেন যোগাযোগ নেটওয়ার্কের দেশ ভারতে প্রতিদিন প্রায় ২ কোটি ৩০ লাখ যাত্রী ট্রেনে যাতায়াত করে। তবে উপনিবেশিক আমল থেকে এর অবকাঠামোগত ঘাটতির জন্য ট্রেন যাতায়াতে নিরাপত্তা খুবই কম।