আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে আটক হওয়া দুই প্রিন্স মুক্তি পেয়েছেন। প্রয়াত বাদশাহ আবদুল্লাহর দুই ছেলেকে মুক্তি দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। গত নভেম্বরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হলে রাজ পরিবারের সদস্য, মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীসহ প্রায় ২শ জনকে আটক করা হয়। এদের মধ্যে প্রিন্স মেশাল বিন আবদুল্লাহ এবং প্রিন্স ফয়সাল বিন আবদুল্লাহও ছিলেন।
সৌদির দুই প্রিন্স রিয়াদের বিলাসবহুল হোটেল রিটজ শার্লটনে তাদের বন্দী করে রাখা হয়েছিল বলে জানা যায়। পরে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে তারা মুক্তি পেয়েছেন।তবে এই দুই প্রিন্সের আরও এক ভাইকেও আটক করা হয়েছিল। তুর্কি বিন আবদুল্লাহ নামের ওই প্রিন্সের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।সৌদির সংবাদমাধ্যম ওকাজ জানিয়েছে, চলতি সপ্তাহে বেশ কয়েকজনকেই মুক্তি দেয়া হয়েছে। যারা এখনও মুক্তি পাননি তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানানো হয়েছে।