News71.com
 International
 29 Dec 17, 05:09 AM
 168           
 0
 29 Dec 17, 05:09 AM

২০১৮ সালের ১লা জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা হবে ৭ শত ৪৪ কোটি।  

২০১৮ সালের ১লা জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা হবে ৭ শত ৪৪ কোটি।   

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৮ সালের ১লা জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা হবে ৭শ’ ৪৪ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৮৮১ জন। মার্কিন আদমশুমারি ব্যুরো এ খবর প্রকাশ করেছে।গত ১০ বছর আগে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২৪ হলেও বর্তমানে তা কমে ১ দশমিক ৭ এ দাঁড়িয়েছে।গবেষণার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি মাসে বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে ৪.৩ জন শিশু জন্ম নেবে এবং ১.৮ জনের মৃত্যু হবে।এর আগে মার্কিন আদমশুমারি ব্যুরোর এক হিসেবে ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা বেড়ে ৯শ’কোটিতে পৌঁছাবে বলে আভাস দেয়া হয়।

উল্লেখ্য, জাতিসংঘের হিসাব অনুযায়ী, আগামী দশকগুলোতে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি প্রধানত নয়টি দেশকে (ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ডেমক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, তাঞ্জানিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও উগান্ডা) কেন্দ্র করেই ঘটবে। তবে, জন্মনিয়ন্ত্রণের হার কমে আসায় এই তালিকায় বাংলাদেশের নাম নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন