আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের মনিওয়ায় আজ শুক্রবার মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ০২:৫৩:৩৪ টায় ভূ-পৃষ্টের ৭৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।এর উৎপত্তিস্থল ছিল মান্ডালের ১৮৫.৬ কিলোমিটার পশ্চিম এবং মনিওয়ার ৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।