আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতা-দিল্লি-বেঙ্গালুরুসহ ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোকে যুদ্ধক্ষেত্র বানাতে হবে বলে হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আল কায়দা।কাশ্মীর জয় করতে হলে এমনটাই করতে হবে বলে জানিয়েছে জঙ্গি সংগঠনটি।তাৎপর্য পূর্ণ হলো, কলকাতার নাম আল কায়দার মতো কোনও জঙ্গি সংগঠনের মুখে এই প্রথম শোনা গেল।কিন্তু, কাশ্মীর জয় এর সঙ্গে এই শহরগুলোর সম্পর্ক কী? গতকাল মঙ্গলবার রাতে অনলাইন জিহাদি মঞ্চে একটি ভিডিও প্রকাশ করে সেই ব্যাখ্যাই দিয়েছে ভারতে আল কায়দার দ্বিতীয় শীর্ষ নেতা উসামা মেহমুদ।
উসামা মেহমুদের হুমকি ভারতীয় সেনাবাহিনী ও হিন্দু সরকার পরিচালিত শান্তির দুনিয়াকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে হবে।তার কথায়, কলকাতা, বেঙ্গালুরু বা দিল্লি যদি আক্রান্ত হয়, তবেই হুঁশ ফিরবে।এবং কাশ্মীরের ওপর থেকে মুঠো আলগা হবে।তার দাবি, কাশ্মীরকে হাতে রাখতে এই মুহূর্তে সেখানে মোতায়েন রয়েছে প্রায় ৬ লাখ ভারতীয় সেনা।অন্য শহরে আক্রমণ হানলে সেই সেনা সরাতে বাধ্য হবে ভারত। আর তখনই কাশ্মীরের উপর থেকে ভারতীয় সেনার রাশ আলগা হবে। আর তাতেই নাকি মুক্তির স্বাদ পাবে কাশ্মীর উপত্যকা।মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লির মতো বড় শহরে জঙ্গি হামলা এর আগে একাধিকবার হয়েছে।কিন্তু, ২০০২ সালে আমেরিকান সেন্টারে হামলা ছাড়া এখনও পর্যন্ত কোনও বড়সড় হামলা হয়নি কলকাতায়। কিন্তু, সেই কলকাতার নাম এবার আল কায়দার মুখে।