News71.com
 International
 27 Dec 17, 12:04 PM
 159           
 0
 27 Dec 17, 12:04 PM

আইভরিকোস্টে ২০১২ সালের হামলার সঙ্গে সাবেক মন্ত্রী জড়িত।।

আইভরিকোস্টে ২০১২ সালের হামলার সঙ্গে সাবেক মন্ত্রী জড়িত।।

আন্তর্জাতিক ডেস্কঃ আইভরিকোস্টের পশ্চিমাঞ্চলে ২০১২ সালে ভয়াবহ হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে গতকাক মঙ্গলবার দেশটির সাবেক এক মন্ত্রীকে ২০ বছরের কারাদ-াদেশ প্রদান করা হয়েছে। ওই হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সাত সদস্যসহ ১৮ জন নিহত হয়। এটর্নী জেনারেল বলেন, সাবেক প্রেসিডেন্ট লঁরা বাগবোর শাসনামলে সাবেক গণপূর্ত মন্ত্রী হুবার্ট ওউলায়ে (৬৪) দেশের পশ্চিমাঞ্চলে বিদ্রোহ সৃষ্টিতে আর্থিক সহায়তা দিয়েছেন।

নারী এটর্নী জেনারেল আরো বলেন, এই ধরণের কর্মকা- মাঝেমধ্যে অপরাধীদের বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে ওঠে।বাগবো বর্তমানে হেগে অবস্থিত আন্তর্জাতিক অবরাধ আদালতে তার বিরুদ্ধে আনীত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন হচ্ছেন। তার বিরুদ্ধে তিন হাজার মানুষ নিহত হওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ওউলায়ের আইনজীবী রডরিগুয়েজ দাজে এই রায়কে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছেন। এই রায়ের ফলে প্রতিহিংসার রাজনীতির নজির সৃষ্টি হলো বলেও তিনি সতর্ক করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন