News71.com
 International
 27 Dec 17, 01:08 AM
 159           
 0
 27 Dec 17, 01:08 AM

ভারতের গুজরাটে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা বিজয় রুপানি।

ভারতের গুজরাটে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা বিজয় রুপানি।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাট প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় রুপানি।এ নিয়ে টানা দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন তিনি।রুপানি ছাড়াও এ দিন শপথ নিয়েছেন তার নতুন মন্ত্রিসভার আরও ১৯ সদস্য।গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে গান্ধিনগরে বিজয় রুপাণী এবং তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি অমিত শাহ। উপস্থিত ছিলেন বিজেপি শাসিত ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা।দিন কয়েক আগেই বিজয় রুপানিই আবার গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন তা জানিয়ে দিয়েছিল বিজেপি। গতকাল গুজরাটের গান্ধিনগরের সচিবালয় কমপ্লেক্সের হেলিপ্যাড গ্রাউন্ড-এ শপথ অনুষ্ঠান উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল।সেখানেই রুপানি এবং তার মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান গুজরাটের রাজ্যপাল ওপি কোহালি।চলতি বিধানসভা নির্বাচনে জয় পেলেও ৯৯টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপি-কে। পরবর্তীতে এক নির্দল প্রার্থীর সমর্থনে বিধানসভায় ১০০ জনের সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন