News71.com
 International
 26 Dec 17, 11:36 AM
 101           
 0
 26 Dec 17, 11:36 AM

পাকিস্তানের হামলার জবাবে ক্রস বর্ডার রেড করে তিন পাক সেনাকে হত্যা করল ভারতীয় বাহিনী ।।  

পাকিস্তানের হামলার জবাবে ক্রস বর্ডার রেড করে তিন পাক সেনাকে হত্যা করল ভারতীয় বাহিনী ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সার্জিক্যাল স্ট্রাইকের পর ক্রস বর্ডার রেড করে তিন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে ভারত। এঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান সীমান্তে গিয়ে টহলদারি পাক সেনার উপর হামলা চালায় ভারত। ঘটনাস্থল লাইন অফ কন্ট্রোলের রাওয়ালকোট সেক্টর। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস'র এক কর্মকর্তা ভারতীয় সেনার পাশাপাশি তিন পাক সেনার মৃত্যুর খবর স্বীকার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন