News71.com
 International
 26 Dec 17, 12:03 PM
 152           
 0
 26 Dec 17, 12:03 PM

এমিরেটস এয়ারলাইন্সকে তিউনিসিয়ায় অবতরণ করতে না দেয়ার সিদ্ধান্ত

এমিরেটস এয়ারলাইন্সকে তিউনিসিয়ায় অবতরণ করতে না দেয়ার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ তিউনিসিয়ার কিছু নারীকে বিমানে উঠতে না দেবার কারণে দেশটির কর্তৃপক্ষ দুবাই-ভিত্তিক এয়ারলাইন্স এমিরেটসকে তিউনিসে অবতরণ করতে দেয়নি।তিউনিসিয়ার কিছু নারীকে বিমানে উঠতে না দেবার বিষয়টি নিয়ে দেশটির ভেতরে তীব্র ক্ষোভের তৈরি হয়েছিল।মানবাধিকার সংস্থাগুলো বিষয়টিকে বৈষম্যমূলক হিসেবে আখ্যা দিয়েছে।তিউনিসিয়ার ট্রান্সপোর্ট মন্ত্রণালয় বলছে, এমিরেটস এয়ারলাইন্স যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইন মেনে ফ্লাইট পরিচালনা করবে না ততক্ষণ পর্যন্ত তাদের উপর এ নিষেধাজ্ঞা থাকবে।তবে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নিরাপত্তা সংক্রান্ত তথ্য পেতে দেরি হওয়ায় এ পরিস্থিতির তৈরি হয়েছে।


এমিরেটসের টুইটারে এক বার্তায় বলা হয়েছে, তিউনিসিয়ার নারীদের আমরা অনেক মূল্যায়ন এবং সম্মান করি। তিউনিসিয়ার স্থানীয় গণমাধ্যম বলছে, দুবাই-গামী তিউনিসিয়ার নারীদের এমিরেটসের ফ্লাইটে উঠতে দেয়া হয়নি। এ ঘটনা কয়েকদিন ধরে ঘটেছে।কয়েকজন নারী জানিয়েছেন, তাদের যাত্রা বিলম্ব হয়েছে এবং তাদের ভিসা আরো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে বলে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন