News71.com
 International
 25 Dec 17, 05:26 AM
 147           
 0
 25 Dec 17, 05:26 AM

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত পাঁচ

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত পাঁচ

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি এয়ারপোর্ট থেকে উড্ডয়নকালে ঘন কুয়াশার কবলে পড়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ওই উড়োজাহাজের পাঁচ আরোহীই নিহত হয়েছেন।নিহতরা হলেন- উড়োজাহাজের পাইলট ৭০ বছর বয়সী জন শ্যানন, তার কন্যা অলিভিয়া শ্যানন (২৪) ও ভিক্টোরিয়া শ্যানন (২৬), ভিক্টোরিয়ার স্বামী পিটার ওর্থিংটন (২৭) এবং তাদের পারিবারিক বন্ধু ক্রিস্টা ক্লাইটন (৩২)।স্থানীয় সময় গতকাল রবিবার সকালে ফ্লোরিডার বার্তো শহরের মিউনিস্যাপাল এয়ারপোর্টে এ দুর্ঘটনা ঘটে। আরোহীরা একই পরিবারের সদস্য, কেবল একজন তাদের স্বজন। পারিবারিক ভ্রমণে বের হয়েছিলেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন