News71.com
 International
 25 Dec 17, 01:32 AM
 127           
 0
 25 Dec 17, 01:32 AM

খ্রিস্টানদের বড়দিনের প্রার্থনায় শরণার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান পোপ ফ্রান্সিসের।।

খ্রিস্টানদের বড়দিনের প্রার্থনায় শরণার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান পোপ ফ্রান্সিসের।।

আন্তর্জাতিক ডেস্কঃ খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের প্রার্থনায় শরণার্থীদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গতকাল রবিবার সন্ধ্যায় ভ্যাটিক্যানে জড়ো হওয়া মানুষের উদ্দেশ্যে পোপ বলেন,আপন ভূমি থেকে বিতাড়িত’ লাখো শরণার্থীদের দুর্দশাকে এড়িয়ে যাবেন না। এসময় শরণার্থীদের মেরি ও জোসেফের সঙ্গে তুলনা করে বাইবেল থেকে উদ্ধৃত এক গল্পের মাধ্যমে পোপ বলেন,মেরি ও জোসেফও একইভাবে নাজারেথ থেকে বেথেলহাম এসেছিলেন।

তিনি আরও বলেন,নিরীহদের রক্ত-শোষণকে যারা সমস্যা মনে করে না,এমন নেতাদের কবল থেকে পালাতে বাধ্য হচ্ছেন শরণার্থীরা। ৮১ বছর বয়সী এই আর্জেন্টাইন ধর্মগুরু উপাসকদের উদ্দেশ্যে বলেন,জোসেফ ও মেরির পদচিহ্নে আরো অনেকের পদচিহ্ন রয়েছে। আমরা লাখো মানুষের পদচিহ্ন দেখছি,যারা পালিয়ে যাওয়াটাকে বেছে নেয়নি বরং স্বজনদের রেখে নিজ ভূমি ছাড়তে বাধ্য হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন