আন্তর্জাতিক ডেস্কঃ জেরুজালেমকে ফিলিস্তিনের স্থায়ী রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ইরানের জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে।আজ রোববার দেশটির সংসদে উপস্থাপিত এই বিলের পক্ষে ভোট দিয়েছেন ১৮৭ জন সংসদ সদস্য।এছাড়া বিপক্ষে ভোট দেন ১৫ জন। নয়জন সংসদ সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিলেন।সংসদের উন্মুক্ত অধিবেশনে এ বিল পাস হয় এবং অধিবেশনে ২৩৩ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি ইরানের সংবিধানের এক নম্বর ধারায় যে সমর্থন ঘোষণা করা হয়েছে তার আওতায় এ বিল পাস করা হয়। বিলটি এখন সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদের এজেন্ডাভুক্ত হবে বলে জানিয়েছে পার্সট্যুডে।
ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে তেহরান। একই সঙ্গে দেশটি ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে আসছে। ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকার করে না ইরান।