News71.com
 International
 24 Dec 17, 10:58 AM
 115           
 0
 24 Dec 17, 10:58 AM

প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আবারও স্থগিত....

প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আবারও স্থগিত....

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সাম্প্রতিক ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক স্থগিত করেছেন দেশটির একজন ফেডারেল বিচারক। গতকাল শনিবার এ রায় দেওয়া হয়। রায়ের ফলে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো থেকে আসা শরণার্থীদের আত্মীয়দের যুক্তরাষ্ট্রে প্রবেশ বাধা দেওয়া যাবে না। সিয়াটলের ওই বিচারকের নাম জেমস রবার্ট। তাঁর আদালতে যুক্তি-তর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা করা হয়। ট্রাম্পের ঘোষণা করা ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে এই প্রথম আদালতের কোনো রায় ঘোষিত হলো। শরণার্থী ও বিশেষ গোষ্ঠীগুলোর পক্ষে মামলার শুনানিতে বলা হয়,মার্কিন প্রশাসনের নীতি দেশটির সংবিধানের পরিপন্থী।

অন্যদিকে এর বিপরীতে বিচার বিভাগের আইনজীবীরা বলেছেন,এর আগে যেভাবে শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত করা হয়েছিল,সেভাবে কাজ করতেই নির্বাহী বিভাগের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ অক্টোবর ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রয়োগ করা শুরু করে। এর ফলে ১১টি দেশ থেকে শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছিলেন না। এই ১১টি দেশের বেশির ভাগই মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের। এ ছাড়া দেশগুলোর নিরাপত্তা পর্যালোচনা ৯০ দিনের জন্য মুলতবি করা হয়। আগামী জানুয়ারি মাসে এর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। রায়ে বিচারক বলেছেন,প্রশাসন নিরাপত্তা পর্যালোচনা শেষ করতে পারে। ওই ১১টি দেশ থেকে শরণার্থীদের যুক্তরাষ্ট্রে ঢোকা বন্ধ করা যাবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শরণার্থীর ‘বিশ্বস্ত’ সম্পর্ক রয়েছে,সেসব শরণার্থীর ক্ষেত্রে এ রায় প্রযোজ্য হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন