News71.com
 International
 23 Dec 17, 07:32 AM
 195           
 0
 23 Dec 17, 07:32 AM

সৌদি আরবে পাঁচ সপ্তাহে আড়াই লাখ অবৈধ অভিবাসী আটক।।দেশে ফেরার অপেক্ষায় ৪১ হাজার

সৌদি আরবে পাঁচ সপ্তাহে আড়াই লাখ অবৈধ অভিবাসী আটক।।দেশে ফেরার অপেক্ষায় ৪১ হাজার


আন্তর্জাতিক ডেস্কঃ অবৈধভাবে থাকার দায়ে সৌদি আরবে গত পাঁচ সপ্তাহে ২ লাখ ৫৩ হাজার ৮৬ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৯২ জনকে নিজ দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। আজ শনিবার সৌদি গেজেট এ খবর প্রকাশ করেছে। গত ১৫ নভেম্বর থেকে ওই ধরপাকড় শুরু হয়। এর মধ্যে আবাসিক আইন ভঙের দায়ে ১ লাখ ৩৬ হাজার ৯৯৭,শ্রম আইন ভঙের দায়ে ৮৩ হাজার ১৫১ এবং সীমান্ত প্রতিরক্ষা আইন ভঙের দায়ে ৩২ হাজার ৯৩৮ জনকে আটক করা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস অ্যাজেন্সি।

আইনভঙ্গকারীদের আশ্রয় দেয়ার অভিযোগ ৫৩৩ জনকে আটক করা হয়েছে। ৩৬ হাজার ৯৪২ জনের বিরুদ্ধে আইন ভঙের দায়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৩৭ হাজার ২৩০ জন ভ্রমণ বিষয়ে কাগজ ইস্যু করার জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠিয়ে দেয়া হয়েছে। ৪১ হাজার ৩২৬ জন বাড়ি ফেরার অপেক্ষায় আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন