আন্তর্জাতিক ডেস্কঃ প্রথমে টুজি স্পেকট্রাম,তারপর আদর্শ কেলেঙ্কারি মামলা। পরপর দু’দিন আদালতের রায়ে স্বস্তি পাওয়ার পর বিজেপিকে কড়া কথা বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দলীয় সভাপতি হওয়ার পর প্রথমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সভাপতিত্ব করলেন রাহুল। বৈঠক শেষে বিশেষ সিবিআই আদালতের রায়কে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনলেন তিনি। কংগ্রেস সভাপতি বলেন, বিজেপির গোটা কাঠামোটাই মিথ্যার ওপর দাঁড়িয়ে। গুজরাটে মোদি মডেল ছিল মিথ্যা। মানুষের সঙ্গে যখন কথা বলেছি, তারা বলেছেন, কোনও মডেলই নেই। আসলে যেটা হচ্ছে, বিজেপি তাদের সম্পদ চুরি করে নিচ্ছে। মোদি মডেল, সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা, নোট বাতিল বা গব্বর সিংহ ট্যাক্স, সবটাই মিথ্যা।
বিজেপি সভাপতি অমিত শাহের পুত্র জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর নীরব থাকা এবং রাফালে যুদ্ধবিমানের চুক্তি নিয়েও আজ বিজেপিকে আক্রমণ করে রাহুল বলেছেন,এক এক করে বিজেপির মিথ্যা সামনে চলে আসছে। প্রথমে অমিত শাহের ছেলে মাত্র তিন মাসে ৫০,০০০ টাকাকে ৮০ কোটিতে পরিণত করলেন। প্রধানমন্ত্রীর এ বিষয়ে কিছুই বলার নেই। দ্বিতীয়ত,রাফালে চুক্তি বদল করা হল। একজন শিল্পপতি সুবিধা পেলেন। আমরা প্রধানমন্ত্রী মোদিকে তিনটি প্রশ্ন করেছিলাম। কিন্তু তিনি একটারও জবাব দিতে পারেননি।