আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র আদলে আধুনিকমানের নিজস্ব গোয়েন্দা সংস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছে সংযুক্ত আরব আমিরাত। এজন্য সংযুক্ত আরব আমিরাত সরকার যুক্তরাষ্ট্র থেকে গোয়েন্দা কর্মকর্তা ভাড়া করেছে।এরইমধ্যে এ সংশ্লিষ্ট কাজ শুরু হয়েছে এবং আমিরাতের রাজধানী আবুধাবির দুটি স্থানে আমিরাতের গোয়েন্দাদের প্রশিক্ষণ চলছে।যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি ম্যাগাজিন জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত পোর্ট জায়েদ থেকে সামান্য দূরে একটি অত্যাধুনিক ভিলা বাড়িতে এ প্রশিক্ষণ চলছে। এর পাশেই ‘অ্যাকাডেমি’ নামে একটি ভবন রয়েছে যা অস্ত্রসজ্জিত।
আমিরাতের গোয়েন্দাদের প্রশিক্ষণের পেছনে প্রধান ভূমিকা রাখছেন সিআইএ-র সাবেক গোয়েন্দা ল্যারি সানচেজ। তিনিই গত ছয় বছর ধরে আরব আমিরাতের গোয়েন্দা সংস্থা গড়ে তোলার বিষয়ে সহায়তা করে আসছেন। সানচেজ হচ্ছেন সেই বিতর্কিত গোয়েন্দা কর্মকর্তা যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমানদের ওপর নজরদারি করার জন্য সিআইএ এবং নিউ ইয়র্ক পুলিশের মধ্যে অংশদারিত্বের সম্পর্ক গড়ে তুলেছিলেন।পারস্য উপসাগরীয় দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের এসব গোয়েন্দা কর্মকর্তা ভালো বেতনের জন্য কাজ করতে বিশেষ উৎসাহী থাকেন।আমিরাতের গোয়েন্দাদের প্রশিক্ষণ দিয়েছেন এমন একজন মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা জানান, দিনে এক হাজার ডলার পারিশ্রমিক পাওয়া যায় যা দিয়ে ভিলা বাড়ি কিংবা পাঁচতারা হোটেলে সহজেই জীবনযাপন করা যায়।