আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের সঙ্গে স্থল সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিলো সৌদি আরব। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে বিরোধের জের ধরে এর আগে প্রতিবেশী দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশ।অবরোধের অংশ হিসেবে জল-স্থল ও আকাশপথেও সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। তবে দুই দেশের সীমান্তে চালু ছিলো মাত্র একটি পথ। অবশেষে সেই সীমান্তপথও বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।