News71.com
 International
 22 Dec 17, 11:42 AM
 143           
 0
 22 Dec 17, 11:42 AM

গাজায় যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে ইসরায়েলের গুলি, নিহত ১।।

গাজায় যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে ইসরায়েলের গুলি, নিহত ১।।

আন্তর্জাতিক ডেস্কঃ জেরুজালেম ইস্যুতে ভোটাভুটির পর গাজায় নতুন করে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে ইসরায়েলের গুলিতে অন্তত ১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন ১০ জন। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির পক্ষে/বিপক্ষে ভোট দেন ১৩৭টি দেশের প্রতিনিধি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান,গাজায় আজ শুক্রবারের বিক্ষোভে ইসরায়েলের ছোড়া গুলিতে ২৪ বছরের এক ফিলিস্তিনি নিহত এবং আরও ১০ জন আহত হয়।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন,অধিকৃত পশ্চিম তীরের ৭টি নগরী এবং পূর্ব জেরুজালেমজুড়েও ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করেছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর রাবার বুলেট এবং টিয়ার গ্যাসে অন্তত ৫ ফিলিস্তিনি আহত হয়। এ ব্যাপারে ইসরায়েল কর্তৃপক্ষকে ‘মাত্রাতিরিক্ত শক্তি’ ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে,বিশেষ করে গাজা ও পশ্চিম তীরের বিক্ষোভে তাজা গুলি ছোড়া খুবই মর্মান্তিক ব্যাপার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন