News71.com
 International
 22 Dec 17, 03:10 AM
 197           
 0
 22 Dec 17, 03:10 AM

শচীন টেন্ডুলকার বক্তৃতা না দিতেই রাজ্যসভার অধিবেশন সমাপ্ত।

শচীন টেন্ডুলকার বক্তৃতা না দিতেই রাজ্যসভার অধিবেশন সমাপ্ত।

আন্তর্জাতিক ডেস্কঃ ২২ গজে ব্যাটে ঝড় তুললেও রাজনীতির মাঠে এসে বিশাল ধরা খেলেন শচীন টেন্ডুলকার।গতকাল বৃহস্পতিবার ভারতের রাজ্যসভায় নিজের প্রথম দিনই হাজির ছিলেন মাস্টার ব্লাস্টার টেন্ডুলকার।অভিনেত্রী জয়া বচ্চনের পরই কথা বলতে উঠেন তিনি।কিন্তু বিরোধী দল কংগ্রেসের সদস্যরা সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে।চিৎকার চেঁচামেচির মাঝেও মুখে হাসি ধরে রেখে কয়েক মিনিট দাঁড়িয়েছিলেন শচীন।কিন্তু তার তখন কিছুই করার ছিল না।রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বার বার কংগ্রেস সাংসদের চুপ করতে বলেন। কিন্তু কে শোনে কার কথা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এক পর্যায়ে ভেঙ্কাইয়া নাইডু অধিবেশনের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেন।পাশাপাশি দিনের মতো অধিবেশন মুলতুবি বলে ঘোষণা করেন তিনি। ফলে ভারতে খেলাধুলোর ভবিষ্যৎ এবং খেলার অধিকার নিয়ে নিজের মতামত জানাতে পারেননি শচীন টেন্ডুলকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন