News71.com
 International
 22 Dec 17, 11:58 AM
 153           
 0
 22 Dec 17, 11:58 AM

ভারতের বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ৮৩টি তেজস।।

ভারতের বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ৮৩টি তেজস।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক শক্তিতে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে ভারত। আর তারই জের ধরে বিমান বাহিনীকে আরও শক্তিশালী করছে তারা। জানা গেছে,ফাইটার স্কোয়াড্রনের ক্ষমতা বাড়াতে ৮৩টি তেজস কিনছে ভারত সরকার। জানা গেছে,প্রতিরক্ষা মন্ত্রণালয় ৮৩টি ফাইটার জেট কেনার এই প্রস্তাব অনুমোদন করেছে। ডিফেন্স পিএসইউ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের থেকে এই ফাইটার জেট কিনতে চলেছে ভারত।

এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে,আগামী পাঁচ মাসের মধ্যেই ভারতের হাতে আসতে চলেছে তেজস। ৮৩টি তেজসের মধ্যে ১০টি ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হবে। সরকারি সূত্রে খবর,আগামী ১০ বছরের মধ্যেই মিগ২১, মিগ২৭, মিগ২৯ স্কোয়াড্রন থেকে সরে যেতে চলেছে। যে কারণে ২০২৭ সালের মধ্যে ৩৩ থেকে ১৯এ নেমে যাবে স্কোয়াড্রনের শক্তি। উল্লেখ্য,এর আগে ৪০টি এয়ারক্রাফ্টের জন্য HAL-এর কাছে প্রস্তাব দিয়েছিল ভারতের এয়ার ফোর্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন