News71.com
 International
 21 Dec 17, 11:00 AM
 132           
 0
 21 Dec 17, 11:00 AM

ফিলিপাইন্সে উত্তাল সাগরে ২৮৬ জন যাত্রী নিয়ে নৌকা ডুবি।।

ফিলিপাইন্সে উত্তাল সাগরে ২৮৬ জন যাত্রী নিয়ে নৌকা ডুবি।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ দুই শতাধিক যাত্রী নিয়ে খেয়া পারাপারের সময় ফিলিপাইন্সের পোলিলো দ্বীপের কাছে একটি নৌকা ডুবে গেছে। আজ বৃহস্পতিবার ফিলিপিনো উপকূলরক্ষী বাহিনী এ তথ্য জানিয়ে বলেছে,ওই নৌকার বহু যাত্রী নিখোঁজ রয়েছে। সূত্র জানায়,উত্তর ফিলিপাইন্সের লামোন উপসাগরে অবস্থিত পোলিলো দ্বীপ ও সংলগ্ন এলাকায় খেয়া পারপার করছিল নৌকাটি। এসময় উত্তাল সাগরে ২৮৬ জন যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। এই দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। উপকূলরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে এ বিষয়ে জানিয়েছে যে,প্রতিকূল ঝড়ো আবহাওয়ার কারণেই ডুবেছে নৌকাটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন