News71.com
 International
 21 Dec 17, 10:50 AM
 128           
 0
 21 Dec 17, 10:50 AM

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রচণ্ড দাবদাহে একজনের মৃত্যু।।

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রচণ্ড দাবদাহে একজনের মৃত্যু।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার সিডনিতে দাবদাহে একজন গলফ খেলোয়াড় মারা গেছেন। গতকাল বুধবার দুপুরে সিডনির উলুওয়ের গলফ ক্লাবে খেলা চলাকালে এ ঘটনা ঘটে। ওই গলফ খেলোয়াড় মাঠে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে সেখানে প্রাথমিক চিকিৎসক দল পোঁছায়। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। প্রচণ্ড দাবদাহের কারণেই হিট স্ট্রোকে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছে চিকিৎসক দলটি। এদিকে দেশটির বিভিন্ন স্থানে আরও প্রায় ৫০ জনেরও বেশি মানুষ প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। সিডনিতে গতকাল বুধবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

চলতি সপ্তাহের শুরুতেই অস্ট্রেলিয়ায় প্রচণ্ড দাবদাহের সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া বিভাগ। গতকাল বুধবার দুপুর গড়াতেই তাপমাত্রা আবার দ্রুত নেমে গেছে। সিডনির বিমানবন্দরে ওই দিন মাত্র দুই মিনিটের ব্যবধানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। একই পরিবর্তনের দেখা মেলে সিডনির অলিম্পিক পার্কেও। বেলা গড়াতেই আবার পুরোপুরি উল্টে যায় চিত্র। দুই ঘণ্টার ব্যবধানে সিডনির তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আগামীকাল শুক্রবার নাগাদ তাপমাত্রা আবারও স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদী দেশটির আবহাওয়া দপ্তর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন