আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের মুলতানে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। আজ বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ। সূত্র জানায়, ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি লাহোর থেকে রাজনপুর যাচ্ছিল। কিন্তু ঘন কুয়াশায় কারণে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে দেখতে না পাওয়ায় গাড়ীটির সঙ্গে সংঘর্ষ বাধে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে।