আন্তর্জাতিক ডেস্কঃ কানাডা ও যুক্তরাষ্ট্র গতকাল মঙ্গলবার উত্তর কোরীয় ইস্যুতে সম্মেলনের ঘোষণা দিয়েছে।ভ্যাঙ্কুবারে আগামী ১৬ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রীদের এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলনে জাপান ও দক্ষিণ কোরিয়াও অংশ নেবে।উত্তর কোরিয়ার পরমাণু সংকট থেকে উত্তরণের উপায় বের করার লক্ষ্যেই সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, এই সংকটের একটি কূটনৈতিক সমাধান জরুরি এবং তা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।
টিলারসন আরও জানান, বৈঠকটি উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে আনতে এবং পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়ে দেশটির ওপর চাপ বাড়াবে।আমরা উত্তর কোরিয়ার বিরুদ্ধে চাপ বাড়ানোর উপায় বের করার চেষ্টা অব্যাহত রাখব।তথাকথিত ভ্যাঙ্কুবার সম্মেলনে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রিটেন, কলম্বিয়া, ইথিওপিয়া, ফ্রান্স, গ্রিস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড ও তুরস্ক যোগ দিবে।