আন্তর্জাতিক ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল জেরুজালেমেই হতে যাচ্ছে ইসরাইলের নতুন রাজধানী। আর এই দাবিটি কখনোই মেনে নেয়নি মুসলিম দেশগুলো। আর এই নিয়েই একটি সাধারণ বৈঠকে বসতে যাচ্ছে দেশগুলো। সেইখানেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ভোটের ব্যবস্থাও করা হয়েছে সেখানে। তবে যুক্তরাষ্ট্রের জেরুজালেম সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয়ার আগেই সম্ভাব্য বিরোধীতাকারীদের জন্য হুমকি জুটে গেছে। ভোট দেয়ার আগে সতর্ক থাকতে সাধারণ পরিষদের সদস্য দেশগুলোকে চিঠি পাঠিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিক্কি হ্যালি। চিঠিতে হ্যালি সাবধান করে বলেছেন,যুক্তরাষ্ট্রের জেরুজালেম সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয়া দেশগুলোর নাম মনে রাখা হবে,প্রেসিডেন্ট ট্রাম্প ভোটাভুটিতে তীক্ষ্ম নজর রাখছেন।
জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোতে পাঠানো চিঠিতে হ্যালি লিখেছেন,এই ভোট মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগত এবং যুক্তরাষ্ট্র স্বার্থগত দিক থেকে দেখছে। তাই আপনারা ভোট দেয়ার আগে আমি বিষয়গুলো জেনে রাখতে উৎসাহ দিলাম। তিনি আরও বলেন,ট্রাম্প আমাকে বলেছে এই ভোটাভুটি অবশ্যই দেখতে। আর ট্রাম্প আমাকে বলেন অবশ্যই এই দেশগুলোর নাম লিপিবদ্ধ করে রাখতে। তিনি এই দেশগুলোকে এক নজরে দেখতে চান। আর সেই নামগুলো তিনি সংগ্রহে রাখবেন।