আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব ২০১৮ অর্থবছরের জন্য গতকাল মঙ্গলবার বাজেট ঘোষণা করেছে। এতে বরাদ্দ করা হয়েছে ৯৭৮ বিলিয়ন সৌদি রিয়াল, যা গত বছরের চেয়ে ৫.৬ শতাংশ বেশি। এ বাজেটকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বাজেট বলে ঘোষণা করেছেন বাদশাহ সালমান। ২০১৭ অর্থবছরে বাজেটে বরাদ্দ ছিল ৯২৬ বিলিয়ন সৌদি রিয়াল।বাদশাহ সালমান বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি নাগরিকদের বোঝা কমানো, সম্ভাব্য চ্যালেঞ্জ প্রতিরোধ করা এবং ব্যক্তিগত খাতের সম্প্রসারণের কথা মাথায় রেখে এ বাজেট করা হয়েছে।সৌদির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা ৭৮৩ বিলিয়ন সৌদি রিয়াল রাজস্ব আয় হবে বলে ধারণা করছেন। ২০১৭ সালের তুলনায় তা ১২.৫ শতাংশ বেশি। এ বছর ঘাটতি ধরা হয়েছে ১৯৫ বিলিয়ন রিয়াল। চলতি বছরে যা ছিল ২৩০ বিলিয়ন। পণ্য ও সেবা থেকে প্রত্যাশিত রাজস্ব আয় ৮৫ বিলিয়ন রিয়াল হবে বলে ধরা হয়েছে।