News71.com
 International
 20 Dec 17, 12:03 PM
 188           
 0
 20 Dec 17, 12:03 PM

ছিটমহলে অবদান রাখায় বিজিবিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছিটমহলে অবদান রাখায় বিজিবিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিউজ ডেস্কঃ প্রতিবেশী ভারতের সঙ্গে দীর্ঘ দিনের অমিমাংশিত ছিটমহল বিনিময়ে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিজিবি দিবস-২০১৭ উপলক্ষে পিলখানায় বিজিবি সদর দফতরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেন্ড গ্রাউন্ডে বিজিবি দিবসের উদ্বোধনের সময় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ছিটমহল বিনিময় সম্পন্ন করে আমরা সারা বিশ্বের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছি। উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিজিবি। এ জন্য বিজিবিকে অভিনন্দন। এছাড়া দেশের প্রাকৃতিক দুর্যোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে বিজিবি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।


উল্লেখ্য, ২০ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার দিবসটি পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানার বিজিবি সদর দফতরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। এবারের বিজিবি দিবসে প্রথমবারের মতো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মহাপরিচালক শ্রী কৃষান কুমার শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মায়ইন্ট তোয়ের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন