আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে দুই সপ্তাহে মধ্য সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৩৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।গত ডিসেম্বরের ৬ তারিখ থেকে এখন পর্যন্ত সাতটি হামলায় এই নিহতের সংখ্যা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ।আজ মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রুপার্ট কোলভিল এ কথা জানিয়েছেন।এর মধ্যে গত ১৩ তারিখ ইয়েমেনের রাজধানী সানায় এক কারাগারে বিমান হামলায় ৪৫ জন নিহত হন।হুথি নিয়ন্ত্রিত এই কারাগারের বন্দীরা সবাই ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদির সমর্থক। মানসুর হাদিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে সৌদি জোট বিমান হামলা পরিচালনা করছে।
মানসুর হাদিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হুতি নিয়ন্ত্রিত এলাকায় ২০১৫ সাল থেকে বিমান হামলা করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। জাতিসংঘ বলেছে, এই সহিংসতায় ৬০ হাজার মানুষ নিহত অথবা আহত হয়েছে। ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হ|য়েছে, এবং ১০ লাখ মানুষ মহামারীতে পরিণত কলেরায় আক্রান্ত হয়েছে।