আন্তর্জাতিক ডেস্কঃ উদ্বোধনের আগেই বিপত্তি দিল্লির চালকবিহীন মেট্রোতে। আজ মঙ্গলবার ট্রায়াল রান চলার সময় বেলাইন হয়ে দেওয়াল ভেঙে বেরিয়ে গেল মেট্রো। আগামী ২৫ তারিখ দিল্লিতে চালকবিহীন মেট্রোর উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে এ দিন ট্রায়াল রান চলার সময় দিল্লির কালিন্দী কুঞ্জের কাছে সীমানার দেওয়াল ভেঙে বেরিয়ে যায় মেট্রোটি।দুর্ঘটনার ফলে স্বাভাবিক ভাবেই চালকবিহীন মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। যদিও এ দিনের দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ট্রায়াল রান হওয়ায় ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। কী ভাবে এমন ঘটনা ঘটল সে বিষয়ে মেট্রোর তরফে কিছু জানানো হয়নি।