News71.com
 International
 19 Dec 17, 06:59 AM
 157           
 0
 19 Dec 17, 06:59 AM

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে জাপান

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে জাপান

আন্তর্জাতিক ডেস্কঃ জাপান সরকার আজ মঙ্গলবার স্থল ভিত্তিক মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা চালুর অনুমোদন দিয়েছে। উত্তর কোরিয়ার আসন্ন ও মারাত্মক হুমকি মোকাবেলার লক্ষ্যে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই জাপান এ অনুমোদন দিল। উত্তর কোরীয় সরকার এ বছর জাপানের ওপর দিয়ে দু’টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় এবং তারা জাপানকে সাগরে তলিয়ে দেয়ার হুমকি দেয়।গত মাসে উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালায়।ক্ষেপণাস্ত্রটি জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনে গিয়ে পড়ে।

মন্ত্রিপরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালুর অনুমোদন দিয়ে জাপান সরকার জানায়, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হুমকির নতুন পর্যায়ে পৌঁছেছে। যা আমাদের দেশের নিরাপত্তার জন্য বড় ধরণের হুমকি হিসেবে দেখা দিয়েছে।টোকিও আরো জানায়, জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত উন্নয়ন করা প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন