News71.com
 International
 19 Dec 17, 06:05 AM
 166           
 0
 19 Dec 17, 06:05 AM

২০১৭ সালে বিশ্বে ৬৫ সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার।।আরএসএফের প্রতিবেদন  

২০১৭ সালে বিশ্বে ৬৫ সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার।।আরএসএফের প্রতিবেদন   

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছর সারা বিশ্বে ৬৫ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছে। রিপোর্টাস উইদাউট বর্ডার (আরএসএফ) আজ মঙ্গলবার তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়,নিহতদের মধ্যে ৫০ জন পেশাদার রিপোর্টার। জানা গেছে,৬৫ জনের মধ্যে ৩৯ জন সরাসরি খুন হয়েছেন। বাকিরা বিমান হামলা অথবা আত্মঘাতী বোমা হামলা কিংবা এ ধরনের হামলার মধ্যে পড়ে খুন হয়েছেন।

বিগত ১৪ বছরের মধ্যে এবার পেশাদার প্রতিবেদক হত্যার ঘটনা কমলেও বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী এলাকাগুলোতে কমে আসছে সাংবাদিকদের দায়িত্ব পালনের ঝুঁকি নেয়ার ঘটনা। তবে আরএসএফ মনে করছে,আগের চেয়ে সাংবাদিকরা অনেক বেশি যোগাযোগ পারঙ্গম এবং প্রশিক্ষণপ্রাপ্ত। একইসঙ্গে আত্মরক্ষার সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে থাকেন বিধায় বিপদ কমতে শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন