News71.com
 International
 19 Dec 17, 06:00 AM
 222           
 0
 19 Dec 17, 06:00 AM

ভেতর কিংবা বাইরে গাড়ি নোংরা থাকলে ৫০০ সৌদি রিয়াল জরিমানা।।  

ভেতর কিংবা বাইরে গাড়ি নোংরা থাকলে ৫০০ সৌদি রিয়াল জরিমানা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আইন লঙ্গনের দায়ে ক্যাব চালক,রাইড শেয়ারিং সার্ভিস ও প্রাইভেট কারগুলোকে জরিমানা করা শুরু করেছে সৌদির গণপরিবহন কর্তৃপক্ষ। মিটার না থাকলে ক্যাব চালকদের ৫ হাজার সৌদি রিয়াল জরিমানা করার বিধান রাখা হয়েছে। আর ইউনিফর্ম না করলে জরিমানা করা হবে ৫০০ রিয়াল। দেশটির গণপরিব্হন কর্তৃপক্ষের পরিদর্শক বকর হাউসাইয়ের উদ্ধৃতি দিয়ে আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে সৌদি গেজেট। পরিদর্শক বকর হাউসাই আরও জানান,ভেতর কিংবা বাইরে থেকে গাড়ি অপরিস্কার থাকলেও ৫০০ রিয়াল জরিমানা করা হবে। ট্যাক্সির পরিচয় না থাকলে যেমন 'ট্যাক্সি জেদ্দা' ট্যাক্সি রিয়াদ'না থাকলে ১০০০ রিয়াল জরিমানা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন