নিউজ ডেস্কঃ সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। আজ মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি স্মৃতিসৌধে পৌঁছান। এর আগে রোহিঙ্গাদের দুর্ভোগ দেখতে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দুইদিনের সরকারি সফরে গতকাল সোমবার রাতে ঢাকা পৌঁছেছেন। গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। উল্লেখ্য,তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু গত সেপ্টেম্বরে বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট এ মানবিক সংকট নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে কথা বলেছেন। বিনালি ইলদিরিম আগামীকাল বুধবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।