আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে হামাসের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিন থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দুটি রকেট হামলা চালানোর কয়েকঘণ্টা পর গতকাল সোমবার এ বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দুটি রকেট হামলার জবাবে আইএএফ (ইসরায়েল এয়ার ফোর্স) গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিত হামাসের একটি প্রশিক্ষণ কম্পাউন্ডে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের এক নিরাপত্তা সূত্র জানিয়েছে,এই ঘটনায় কেউ আহত হয়নি।