News71.com
 International
 19 Dec 17, 11:22 AM
 107           
 0
 19 Dec 17, 11:22 AM

২০১৮তেই ফিফথ জেনারেশান সুখোই ফাইটার জেট ‘এসইউ-৫৭’ তৈরি করবে রাশিয়া।।  

২০১৮তেই ফিফথ জেনারেশান সুখোই ফাইটার জেট ‘এসইউ-৫৭’ তৈরি করবে রাশিয়া।।   

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তুলছে ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে আগামী বছরই ফিফথ্ জেনারেশনের এসইউ-৫৭ সুখোই ফাইটার জেট তৈরির কাজ শুরু করতে যাচ্ছে রাশিয়া। এই তথ্য তুলে ধরেন খাবারোব্সকের গভর্ণর ভ্যাশেস্লাভ স্পোর্ত। চলতি বছরে পরীক্ষা নিরীক্ষার পরই ২০১৮ সালে এই ফাইটার জেট তৈরি করার কাজ শুরু হবে। তিনি আরও জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনীর হাতে খুবই শিগগিরই এটি তুলে দেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা চলছে এবং পরিকল্পনা মতোই কাজ চলছে।

উল্লেখ্য গত ২০১০ সালে প্রথম আকাশে ওড়ে রাশিয়ার ফিফথ্ জেনারেশনের টি-৫০ ফাইটার জেট। বর্তমানে ফার্স্ট স্টেজের ইঞ্জিন ১১৭এস রাশিয়ান ফাইটারে রয়েছে। সেকেন্ড স্টেজের নতুন ইঞ্জিনের এখনও নামকরণ করা হয়নি। রাশিয়ার টি-৫০ (পিএকে এফএ) ফাইটার জেটের সিরিয়াল ইনডেক্স এসইউ-৫৭ ডিজাইনের ওপর যে পরীক্ষামূলক কাজ চলছে তা ২০১৯ সালের মধ্যে সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন