আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে।দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ওই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় গতকাল রবিবার রাত ৯টা ১০ মিনিটে এক ইঞ্জিন বিশিষ্ট চেসনা বিমানটিতে আগুন ধরে যায়।বিমানটিতে থাকা তিন আরোহীই দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিমানটি মিসৌরির কানসাস সিটি থেকে মেরিল্যান্ডের ফ্রেডেরিকের উদ্দেশ্যে যাত্রা করেছিল।