News71.com
 International
 18 Dec 17, 11:07 AM
 126           
 0
 18 Dec 17, 11:07 AM

বিশ্বের সবচেয়ে খাড়া রেলপথ চালু করলো সুইজারল্যান্ড।

বিশ্বের সবচেয়ে খাড়া রেলপথ চালু করলো সুইজারল্যান্ড।


আন্তর্জাতিক ডেস্কঃ বরফ আচ্ছাদিত আঁকাবাঁকা পাহাড়ের মাঝেই বিশ্বের সবচেয়ে খাড়া ও ঝুলন্ত রেলপথ চালু করেছে সুইজারল্যান্ড।জানা গেছে, নতুন এই রেলপথটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে তারা। এতে খরচ হয়েছে প্রায় ৫.২৬ কোটি মার্কিন ডলার। সমুদ্র তল থেকে এই রেল পথের উচ্চতা ১ হাজার ৩শ মিটার। চোঙের মতো দেখতে এই ট্রেনে যাত্রার সময় কোনো যাত্রী দাঁড়িয়ে থাকতে পারবেন না। আসনে বসেই প্রত্যেক যাত্রীকে পথ অতিক্রম করতে হবে।রেল পথটি মাটি থেকে ৭৪৩ মিটার উপর দিয়ে যাবে। মোট ১ হাজার ৭শ ৩৮ মিটার পথ অতিক্রম করবে। প্রায় ১৪ বছরের পরিকল্পনায় এই রেল পথ চালু করা হল বলে সরকারিভাবে জানানো হয়েছে। প্রতি সেকেন্ড দশ মিটার পথ অতিক্রম করবে এই অত্যাধুনিক ট্রেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন