News71.com
 International
 18 Dec 17, 11:37 AM
 132           
 0
 18 Dec 17, 11:37 AM

বিদ্যুৎ বিভ্রাটে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন বিমানবন্দর  

বিদ্যুৎ বিভ্রাটে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন বিমানবন্দর   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টায় অবস্থিত হার্টসফিল্ড-জ্যাকসন বিমানবন্দর যাত্রী ও ফ্লাইটের দিকে দিয়ে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর।তবে এ বিমানবন্দর যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এমন বিড়ম্বনায় পড়বে, তা মানতে পারছেন না কেউ। বিশ্বের ব্যস্ততম এ বিমানবন্দরটি সম্প্রতি বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। এ বিমানবন্দরে প্রতিদিন আড়াই লক্ষাধিক যাত্রী যাতায়াত করে। বিদ্যুৎ বিভ্রাটের ফলে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এই লোড শেডিংয়ের কারনে এক হাজারেরও ওপর ফ্লাইট বাতিল করতে হয়েছে।বিদ্যুৎ বিভ্রাটে বিমানবন্দরের বিভিন্ন তথ্য বোর্ডগুলো অন্ধকার হয়ে যায়। বহু বিমানকে আশপাশের বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়।গতকাল রবিবার দুপুর একটা থেকে ছয়টা পর্যন্ত এ বিভ্রাট ছিল।বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিমানবন্দরের সম্পূর্ণ কার্যক্রম প্রায় ভেঙে পড়ে এ সময়।


বিমানবন্দরটিতে প্রতিদিন প্রায় আড়াই হাজার বিমান ওঠানামা করে।আর এ কারণে সামান্য বিদ্যুৎ বিভ্রাটে পড়লেই বিমান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়। আর এবারের বিদ্যুৎ বিভ্রাটের কারণে তেমনটাই প্রত্যক্ষ করল যাত্রীরা।বিমানবন্দরটিতে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানটির কর্মীরা বলছেন, সেখানে বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহৃত ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনে অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন