News71.com
 International
 18 Dec 17, 11:31 AM
 147           
 0
 18 Dec 17, 11:31 AM

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ির মালিক সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ির মালিক সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ির মালিক সৌদি আরবের চলমান দুর্নীতি বিরোধী অভিযানের মহানায়ক ‘ক্রাউন প্রিন্স’ যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফ্রান্সের শেতো লুইস চতুর্দশ নামের বাড়িটি দুই বছর আগে ৩০০ মিলিয়ন ডলারে বা ৩০ কোটি ডলারে বিক্রি হয়। তখন ফরচুন ম্যাগাজিন এই বাড়িটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং ব্যয়বহুল বাড়ি হিসেবে স্বীকৃতি দেয়। যদিও তখন ক্রেতার পরিচয় জানা যায়নি। কিন্তু অনুসন্ধানের মাধ্যমে বাড়িটির মালিকের নাম জানা যায়।উল্লেখ্য এই বিলাসবহুল বাড়িটি ছাড়াও ইতোমধ্যে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার মূল্যের ইয়ট এবং দ্য ভিঞ্চির আঁকা ৪৫০ মিলিয়ন বা ৪৫ কোটি ডলার মূল্যের চিত্রকর্ম ক্রয় নিয়ে বিতর্কের মুখে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন