News71.com
 International
 18 Dec 17, 11:23 AM
 134           
 0
 18 Dec 17, 11:23 AM

আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস।  

আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস।   

নিউজ ডেস্কঃ আজ ১৮ ডিসেম্বর, আন্তর্জাতিক অভিবাসী দিবস।নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার ১৮ ডিসেম্বর, পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৭। ২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্বব্যাপী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালনের সিদ্ধান্ত নেয়।এরপর থেকে প্রতি বছর এ দিনে জাতিসংঘের সদস্যভুক্ত সব দেশে দিবসটি পালিত হয়ে আসছে।মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে, ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। ১৯৯৭ সাল থেকে ফিলিপাইন এবং অন্যান্য এশীয় অভিবাসী সংগঠনগুলো দিবসটি পালন করতে শুরু করে।শুরুর দিকে তারা ১৮ ডিসেম্বরকে নির্ধারণ করে এবং অভিবাসীদেরকে ঘিরে আন্তর্জাতিক ঐক্য দিবস হিসেবে ঘোষণা করে।


এদিকে আন্তর্জাতিক অভিবাসী দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে অভিবাসী নারী-পুরুষ ও তাদের পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অনুরূপ এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে মানবপাচার বিরোধী আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি অভিবাসন ব্যয় সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে বিশ্বের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন