News71.com
 International
 18 Dec 17, 01:14 AM
 126           
 0
 18 Dec 17, 01:14 AM

আর্জেন্টিনার সাবমেরিন নিখোঁজের ঘটনায় নৌবাহিনী প্রধান বরখাস্ত

আর্জেন্টিনার সাবমেরিন নিখোঁজের ঘটনায় নৌবাহিনী প্রধান বরখাস্ত


আন্তর্জাতিক ডেস্কঃ আর্জেন্টিনায় সাবমেরিন নিখোঁজের একমাস পর শনিবার নৌবাহিনী প্রধানকে বরখাস্ত করা হয়েছে। সাবমেরিনটি ৪৪ সদস্যসহ নিখোঁজ হয়।দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানায়।নাম প্রকাশে অনিচ্ছুক ওই সামরিক কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নৌবাহিনী প্রধান এডমিরাল মারসিলো সুরোকে বরখাস্তের সুপারিশ করে। সাবমেরিন এআরএ সান জুয়ান্স নিখোঁজ হওয়া নিয়ে তদন্তের সময়েই তাকে বরখাস্তের এ সুপারিশ করা হয়।

সেই সাথে নৌবাহিনীর অপর দু’জন উর্ধতন কর্মকতাকে একই কারনে বরখাস্ত করা হয়েছে। তবে তাদের নাম জানা যায় নি।এক মাস আগে নিখোঁজ হওয়া সাব মেরিন এআরএ সান জোয়ান্সের সন্ধান করতে আন্তর্জাতিক উদ্ধারকারী দলও ব্যর্থ হয়েছে।আশংকা করা হচ্ছে, সাবমেরিনের ৪৩ জন পুরুষ ও একজন নারীর সকলেই মারা গেছে।তবে নিখোঁজ হওয়া সদস্যদের স্বজনরা সরকারের কাছে আরো অনুসন্ধানের দাবি জানিয়ে আসছে। উদ্ধারকাজের আনুষ্ঠানিক সমাপ্তি এখনও ঘোষণা করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন