News71.com
 International
 17 Dec 17, 06:16 AM
 118           
 0
 17 Dec 17, 06:16 AM

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভ।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভ।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজারও ইসরায়েলি।শনিবার থেকে বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন।গেল কয়েক সপ্তাহ ধরে দেশটিতে দুর্নীতিবিরোধী এ আন্দোলন চলছে।বিক্ষোভকারীদের হাতে ছিল ইসরায়েলের পতাকা, সঙ্গে ছিল প্ল্যাকার্ড। সেখানে প্রধানমন্ত্রীকে লেখা হয়েছে অপরাধীমন্ত্রী।দীর্ঘ সময় ধনে ইসরায়েলের ক্ষমতায় থাকা নেতানিয়াহুকে দুর্নীতির দু’টি অভিযোগের বিষয়ে সপ্তমবারের মতো জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।


প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধের দূরনীতির তদন্তকারি ইসরায়েলি পুলিশ বলছে, ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের মতো কিছু অপরাধে নেতানিয়াহুর সংশ্লিষ্টতা থাকতে পারে।তবে সব অভিযোগ অস্বীকার করে আসছেন নেতানিয়াহু। তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাবে তিনি দোষ চাপিয়েছেন উল্টো গণমাধ্যমের উপরেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন