আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকায় এক মানসিক রোগীর হাতে খুন হলেন ভারতীয় এক চিকিৎসক। ঘটনাস্থল আমেরিকার কানসাস। স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত চিকিৎসকের নাম অচ্যুত রেড্ডি (৫৭)। তিনি এক জন মনোরোগ বিশেষজ্ঞ। এই কানসাসেই এ বছরের গোড়ায় খুন হয়েছিলেন শ্রীনিবাস কুচিভোটলা নামে এক ভারতীয়। ঘটনাচক্রে নিহত এই চিকিত্সক ও কুচিভোটলা দু’জনেই তেলঙ্গানার বাসিন্দা। তবে যে রোগীর হাতে এই চিকিত্সক খুন হয়েছেন, তিনিও এক জন ভারতীয় বংশোদ্ভূত। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম উমর রশিদ দত্ত।
পুলিশ জানিয়েছে, নিজের ক্লিনিকে যাওয়ার পথে রেড্ডিকে অনুসরণ করছিলেন উমর। চিকিত্সকের সঙ্গে কথা কাটাকাটির পরই আচমকা ছুরি নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন। বেশ কয়েক বার ছুরি দিয়ে রেড্ডিকে কোপান উমর। তার পর রেড্ডিকে তাঁর ক্লিনিকের অদূরেই একটি ফাঁকা গলিতে ফেলে রেখে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে চিকিত্সককে গুরুতর জখন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ আরও জানিয়েছে, উমরকে কান্ট্রি ক্লাবের একটি পার্কিংয়ে গাড়ির ভিতর রক্তমাখা পোশাকে দেখে পুলিশের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে জেরা করা হয়। জেরায় খুনের ঘটনাটি সামনে আসে। তার পরই গ্রেফতার করা হয় উমরকে। তবে কী কারণে রেড্ডিকে খুন করলেন উমর সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে।