আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার ইরাকে ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার ২৯ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সন্ত্রাসী কার্যকলাপের দায়ে ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া প্রদেশে এ ফাঁসি কার্যকর করা হয়েছে।ফাঁসি কার্যকরের সময় ইরাকের বিচারমন্ত্রী হায়দার আল জামেলি উপস্থিত ছিলেন।
সম্প্রতি ইরাকে জঙ্গিদের পরাজিত করার পর ফাঁসির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এর আগে ২৫ সেপ্টেম্বর একদিনেই ৪২ জনের ফাঁসি কার্যকর করা হয়েছিল। কারাগার সূত্র জানায়, যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তারা সবাই ইরাকি নাগরিক। তবে গতকাল ফাঁসি দেওয়া জঙ্গিদের মধ্যে ইরাকিদের পাশাপাশি একজন সুইডেনেরও নাগরিকত্ব রয়েছে।