News71.com
 International
 15 Dec 17, 05:25 AM
 147           
 0
 15 Dec 17, 05:25 AM

উত্তর কোরিয়াকে মোকাবেলায় একসঙ্গে কাজ করবে আমেরিকা-রাশিয়া।। হোয়াইট হাউজ  

উত্তর কোরিয়াকে মোকাবেলায় একসঙ্গে কাজ করবে আমেরিকা-রাশিয়া।। হোয়াইট হাউজ   

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তারা একত্রে উত্তর কোরিয়াকে মোকাবেলায় কাজ করবেন বলে একমত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয় বলে হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে।কোরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দুই রাষ্ট্রপ্রধানের এই আলোচনাকে গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।দুই নেতা উত্তর কোরিয়ার অতি বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় একসঙ্গে কাজ করার বিষয়ে কথা বলেছেন, বলে হোয়াইট হাউজ।জাতিসংঘের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই চলতি বছর একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, চালিয়েছে ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা।


চীন ও রাশিয়া ধারাবাহিকভাবে কোরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া উভয়কেই উসকানিমূলক কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানিয়ে আসছে।গতকাল বৃহস্পতিবার টেলিফোনে ট্রাম্প বার্ষিক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের শক্তিশালি অর্থনৈতিক অগ্রগতির কথা স্বীকার করে নেওয়ায় পুতিনকে ধন্যবাদ জানান বলেও হোয়াইট হাউজের বিবৃতিতে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন