আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাটে বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি বড় জয় পেতে যাচ্ছে বলে বুথফেরত জরিপগুলোতে আভাস পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফা ভোট শেষে নরেন্দ্র মোদীর দল ১৮২টি আসনের মধ্যে ১১৬টির মতো আসন পেতে যাচ্ছে বলে ইঙ্গিত মিলেছে।কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের ভাগ্যে জুটছে ৬৫টির মতো আসন। বুথফেরত জরিপের ফল সবসময় সঠিক হয় না তবে ২২ বছর ধরে গুজরাটের ক্ষমতায় থাকা বিজেপি পুনরায় রাজ্যের ক্ষমতায় আসবে বলে আগেই ধারণা করা হচ্ছিল। ১৮ ডিসেম্বর ভোট গণনা শুরু হবে, সেদিনই ফল ঘোষণার কথা।
নিজের রাজ্যে দলের ক্ষমতা একচ্ছত্র করতে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারাভিযানে খোদ মোদীই নেতৃত্ব দিয়েছেন। গুজরাটের সাবেক এ মুখ্যমন্ত্রী গত কয়েক মাসে বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ভোটও চেয়েছেন।গতকাল বৃহস্পতিবার নিজের কেন্দ্রে ভোট দিতে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রীকে।বিজেপি সভাপতি অমিত শাহ, অর্থমন্ত্রী অরুন জেটলিও বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন।জরিপের ফল সঠিক হলে কেন্দ্রে ও রাজ্যে ক্ষমতাসীন বিজেপি এবার ২০১২-র চেয়েও বেশি ব্যবধানে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে।তাছাড়া বুথফেরত জরিপগুলো বলছে, হিমাচল বিধানসভাও ৬৮টি আসনের মধ্যে বিজেপি অন্তত ৪৭টিতে জয়ী হতে যাচ্ছে।