আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহা. শহিদুল ইসলাম সঙ্গে দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তাফার আলী জরুরি বৈঠক করেছেন। আজ রাষ্ট্রদূতের অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের আবৈধ অভিবাসীরা তিনটি ভেন্ডরে দূতাবাসের মাধ্যমে নিবন্ধিত হওয়ার তাগিদ দিয়েছেন ডিজি ইমিগ্রেশন। ডিজি দাতুক সেরি মোস্তাফার আলী বলেন,চলমান রি-হিয়ারিংয়ের আওতায় মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি নিবন্ধিত হওয়ায় প্রশংসা করেছেন। এর পরেও যারা নিবন্ধন করেননি কালক্ষেপন না করে দ্রুত নিবন্ধিত হওয়ার আহবান জানিয়েছেন তিনি। এ ছাড়া হিউম্যান ট্রাফিকিং মানব পাচার রোধে দ্বিপাক্ষিক আলোচনার কথাও উঠে আসে বৈঠকে। বৈঠক শেষে ডিজি মহাপরিচালক দাতুকে সেরি মোস্তাফার আলী দূতাবাসের কন্স্যুলার সেবা পরিদর্শন করেন এবং ভূয়সী প্রশংসা করেন।